1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন  জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চ নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও মোগরাপাড়া চৌরাস্তায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসপির অংশগ্রহণ  মুসলিম ভূখন্ডে ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল। পুরো প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট: মাওলানা ফেরদাউসুর রহমান 

রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View
  • সকাল নারায়ণগঞ্জঃ

 

 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাংলাদেশই এমন একটি দেশ, যেখানে মুসলমান সম্প্রদায়ের লোক সংখ্যাগরিষ্ঠ হলেও অন্যান্য ধর্মের লোকজন সমানতালে সুখে শান্তিতে বসবাস করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তার অগণিত প্রমাণ রয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ; এদেশে সব ধর্মের মানুষ নিজেদের নাগরিক অধিকারসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন যা রাষ্ট্র নিশ্চিত করেছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। “ধর্ম যার যার উৎসব সবার”। বাংলাদেশে বরাবরের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি চলমান রয়েছে। একবারও সেই অবস্থান থেকে মতো বিচ্যুতি হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ যার যার ধর্ম পালন করতে পারছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে নি। প্রধানমন্ত্রীর দৃঢ় রাষ্ট্র পরিচালনার সঙ্গে সব ধর্মের মানুষের সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধ‌র্মের মানুষ মি‌লে মি‌শে ঐক্যবদ্ধ ভা‌বে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌তে হ‌বে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উতসব উদযাপন উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় কালাচাঁন পালের বাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা, পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান আমাদেরকে ধর্ম নিরপেক্ষ রাজনীতি শিখিয়েছেন উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও ব‌লেন, “জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান আমাদেরকে ধর্ম নিরপেক্ষ রাজনীতি শিখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপন করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ দে‌শে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। আমরা সব ধর্মের উৎসব সবাই মিলে আনন্দ সহকারে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দিব না। আগামীদিনে সব ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।”

 

মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন অব্যাহত রাখ‌তে আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দি‌য়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা‌কে আবারও প্রধানমন্ত্রী নির্বা‌চিত কর‌তে হ‌বে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে সকল ভেদা‌ভেদ ভু‌লে সবাইকে ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হ‌বে।”

 

রূপগঞ্জ উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি শ্রী গ‌নেশ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার, রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা,রূপগঞ্জ  উপজেলা পূজা উদযাপন  পরিষদের যুগ।ম সাধারণ সম্পাদক দিগেন বিশ্বাস লিটন, রূপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি  বাবুল শীল,সাধারণ সম্পাদক কনক পাল,সহ সাধারণ সম্পাদক মিলন সরকার, তাপস বিশ্বাস ও গনেশ সাহা বাদল চৌধুরী প্রমুখ।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL