সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে ২ লাখ ৬৩ হাজার ৮শ’ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এক সভায় এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ।
ডা. ইমতিয়াজ বলেন, ‘নারায়ণগঞ্জে এবার দুই লাখ ৬৩ হাজার ৮শ’ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। এ লক্ষ বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ক্যাম্পেইন করা হবে। হাম-রুবেলা ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের শিশু বাচ্চাদের টিকা প্রদান করা হবে। আমাদের দেশে বেশির ভাগ শিশু ৫ বছরের নিচে হাম ও রুবেলা রোগে আক্রান্ত হয়।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থায়ী স্বাস্থ্য কমিটির সভাপতি কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের সভাপতিত্বে সভায় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, ডা. ফারহানা, নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগম, মদনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন