সকাল নারায়ানগঞ্জঃ
বন্দরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তার সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মদনপুর নাজিম উদ্দিন কলেজের পাঁকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রোমান (৩২) বন্দরে দেওয়ানবাগস্থ কলাবাড়ী এলাকার জাকারিয়া মিয়ার ছেলে।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। গ্রেফতারকৃতকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।