সকাল নারায়ানগঞ্জঃ
নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা ব্যতিরেকে গরু জবাইসহ সংশ্লিষ্ট দপ্তরে ছাড়পত্র না থাকার অপরাধে বন্দরে ২ মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার নেতৃত্বে ফরাজিকান্দা ও বন্দর রেললাইন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
নিয়ম বহির্ভূত গরু জবাই ও সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে ফরাজিকান্দা এলাকার রিপন কসাইর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বন্দর রেললাইন বাজারে একই অপরাধে মোক্তার কসাই এর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা করেন।