1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মানুষরে জীবন রক্ষায় সরকার র্ব্যাথ হয়েছে- কমউিনস্টি র্পাটি ২৯তারিখের সমাবেশ সফল করতে ব্যাপক গণ দাওয়াত অব্যাহত না’গঞ্জ ঐক্য পরিষদের দিনব্যাপী গণঅনশন ও গণঅবস্থান পালিত কদম রসুল কলেজ সংলগ্ন বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের কার্যালয়ের উদ্বোধন চেয়ারম্যান লুতফুর রহমান স্বপন এর মৃত্যুতে সকাল নারায়ণগঞ্জ এর শোক বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৩ ভালো চাইলে গরীবদের হক ফিরিয়ে দাও – পারভীন  ওসমান দৈনিক বিজয় পত্রিকা সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু আর নেই চট্টগ্রামে প্রথমবারের মত শুরু কলেরার টিকা কার্যক্রমের চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা বেড়েই চলছে 

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগত রোগীদের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনা মুলক লিফলেট বিতরন করেন ডা.মু বেলায়েত হোসেন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৩ Time View
  • সকাল নারায়ণগঞ্জঃ

 

 

২৫ জুলাই সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগিদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরন করছেন  হাসপাতালের ইউ এইচ এফ পি ও ডা.মু,বেলায়েত হোসেন আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.মোস্তাফিজুর রহমান ও বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. নাহিদ তালুকদার। লিফলেট বিতরন শেষে রোগিদের সাথে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য ব্রিফিং করা হয় এবং হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগী ও রোগীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।এবং ডা.মু.বেলায়াত হোসেন বলেন।ডেঙ্গু থেকে বাঁচার জন্য সচেতন হবার জন্য সকলকে আহ্বান করেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মু.বেলায়েত হোসেন তিনি আগত রোগীদের  আরো বলেন

দেশব্যাপী তীব্র প্রকোপ ছড়াচ্ছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্তের প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। সংক্রমণের এই হার যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে! মসযাকে প্রশংসা করতেই হয়।  ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগীর ডেঙ্গু সংক্রমণের ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। এখনো দেশের মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে তেমন একটা সচেতনতা জাগ্রত হয়নি। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি আমাদেরও কিছু করণীয় রয়েছে।বন্দর উপজেলা বাসীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন

মনে রাখতে হবে, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে গড়ে ১২ থেকে ১৫ দিন বৃষ্টিপাত হয়ে থাকে। তাই এ সময় এডিস মশার দৌরাত্ম্য বেড়ে যায়। এডিস মশা ডেঙ্গু ও পীতজ্বরের মতো মারাত্মক দুটি রোগের বাহক। সাধারণত পুরোনো টায়ার, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম, জলাধার, পোষা প্রাণীয় পাত্র, নির্মাণাধীন ভবনের বল্ক, ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, দেওয়ালে ঝুলে থাকা বোতল, পুরোনো জুতা, ফুলের টবে প্রভৃতি স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়। এসব মশা শরীরে কামড় বসালে তাতে করে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এডিস মশা কামড়ানোর ৩ থেকে ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর জ্বরের উপসর্গ দেখা দেয়। শুরুর দিকে তীব্র জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। এতে জ্বর উঠতে পারে ১০৫ ডিগ্রি পর্যন্ত! জ্বর হওয়ার চার থেকে পাঁচ দিন পর সারা শরীরে লালচে দানা দেখা যায়। তাছাড়া বমি বমি ভাব, অতিরিক্ত ক্লান্তিবোধ করা, রুচি কমে যেতে পারে। অনেক সময় শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে মাথায়, চোখের পেছনে, হাড়, কোমর, পিঠসহ মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভূত হয়। এসব লক্ষ্মণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত চলে আসবেন।তিনি আরো বলেন  মশার মাধ্যমে ডেঙ্গু ছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকার মতো জটিল রোগের সংক্রমিত হতে পারে। তাই আমাদের সকলকে মশা নিধনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। অপরিষ্কার, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে মশা ডিম পাড়ে না। তাই আমাদের চারপাশের কোথায় স্বচ্ছ পানি জমে আছে, তা লক্ষ্য রাখতে হবে। বন্দর উপজেলায় ৫ টি ইউনিয়ন ও ৯ টি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে এই অঞ্চলে অনেকেই শখ করে ছাদে বিভিন্ন ফুল-ফলের গাছ লাগিয়ে থাকে। অনেকে আবার অনেক অপ্রয়োজনীয় বালতি, বোতল ছাদে ফেলে রাখে বা প্রয়োজন হেতু মজুত করে। ঘর সাজানোর জন্যও পানিভর্তি ফুলদানি রাখে ঘরের ভেতরে। পানি জমে থাকা এসব পাত্র ভালোমতো ও নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ, পাত্রে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে, যা থেকে ডিম ফুটতে পারে। এছাড়া ঝোপঝাড় ও নালায় মশার জন্ম হয়। তাই বাড়ির  আশপাশের ঝোপঝাড় ও নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে।

সাধারণত সকালে ও সন্ধ্যার আগে এডিস মশার কামড়ানো প্রবণতা বেড়ে যায়। তাই এ সময়ে কীভাবে মশার কামড় থেকে পরিত্রাণ পাওয়া যায়, তার ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। অন্ততপক্ষে খালি শরীরে থাকা যাবে না। ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে বৃদ্ধ, শিশু ও অসুস্থরা থাকেন উচ্চ ঝুঁকিতে। তাই এ সময় তাদের বিশেষ যত্ন নিতে হবে।

ডা,মু,বেলায়েত হোসেন আরো বলেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরীরে প্রচুর পানি শূন্যতা দেখা যায়। কাজেই আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি পানীয় দ্রব্যাদি খাওয়াতে হবে, যেমন:লেবুর শরবত, ডাবের পানি, বিভিন্ন ফলের জুস ইত্যাদি খেতে দিতে হবে বেশি বেশি। ডেঙ্গুতে আক্রান্ত হলে কখনো আতঙ্কিত হওয়া যাবে না, চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থতা লাভ করা যায়। সুতরাং, কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না, বরং মনে রাখতে হবে, ডেঙ্গু প্রাদুর্ভাবের কালে সচেতনতার কোনো বিকল্প নেই

চলুন নিজে সচেতন হই অন্যকে সচেতন হতে উদ্বুদ্ধ করি

ডেঙ্গু_থেকে_বাচতে_সচেতন_হউনডেঙ্গু_পরীক্ষা_করতে_চলে_আসুন আমাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL