সকাল নারায়ণগঞ্জঃ
এলোমেলোভাবে শীতলক্ষ্যা নদীতে জাহাজ নোঙর করে রাখার অভিযোগে ছয়টি নৌযানের মালিক ও শ্রমিকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
২
ফেব্রুয়ারি ছয়টি নৌযানের মালিক, মাস্টার ও ড্রাইভারসহ ১৩ জনের বিরুদ্ধে নৌ
আদালতে মামলা করেন নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য।
মামলার আসামিরা হলেন- এমভি উমাইজার মালিক মোহসেন উদ্দিন, মাস্টার মো: সাইফুল ইসলাম, ড্রাইভার কাজী মো. আক্কাস আলী, এমভি সিতারার মাস্টার আবুল হোসেন ও ড্রাইভার আব্দুর রহমান শেখ, এমভি ওকিনাওয়া-২ এর মালিক মো. আল হাসান, মাস্টার মো. আবুল কালাম আজাদ, ড্রাইভার আবু তাহের খান, এমভি আটলান্টিসের মালিক এ জেড ফিরোজ কবির চৌধুরী, মাস্টার বাহাদুর হাওলাদার, ড্রাইভার মোস্তফা কামাল, এমভি আল জোবায়ের-৪ এর মালিক মো. মজিবুল হক, এমভি শুকরিয়ার মালিক মো. তৈয়বউল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, নদীর তীর ঘেষা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে এলোপাতাড়ি জাহাজ নোঙর বন্ধে আমাদের অভিযান চলছে। ইতোমধ্যে ছয়টি নৌযানের মালিক, মাস্টার ও ড্রাইভারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।