নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড এনায়েতনগর লাকী বাজার সংলগ্ন বাড়ি নির্মাণ করতে গিয়ে কিশোর গ্যাং ও মাদক সেবির অত্যাচারে ক্লান্ত হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আহমেদ কবির যাঁর জিডি নং ৩৭৫৯ ।
আহমেদ কবির সিদ্ধিরগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ড শান্তি নগর এলাকার মৃত গোলাম মোস্তফার বড় ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায় গত বুধবার ৫ জুলাই সন্ধ্যার পর একই এলাকার কিছু বখাটে ছেলেদের গ্রুপ আহমেদ কবিরের নতুন নির্মানাধিন ভবনের নিচ তলায় একটি রুমে বসে মাদক সেবন কালে আহমেদ কবিরের পরিচিত একজন তাদেরকে উক্ত স্থানে মাদক সেবনে বাঁধা দিলে মুন্না ও অজ্ঞাত ১০/১২ জন মিলে উত্তেজিত হয়ে নতুন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।
এদিকে খবর পেয়ে আহমেদ কবির তার নতুন ভবনের স্থানে পৌঁছে দেখতে পায় মাদক সেবিরা মাদক সেবনে বাঁধা পেয়ে নির্মানাধিন ভবনের দেয়াল ভেঙ্গে গিয়েছে এবং মাদক সেবন করার কিছু সিগারেট ও খোলা সিগারেটের ছুকা ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পরে আছে।
কিশোর গ্যাং ও মাদক সেবিদের অত্যাচারে ক্লান্ত হয়ে আহমেদ কবির সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ আহমেদ কবির জানিয়েছেন গত দুই মাস আগে নতুন বাড়ি নির্মাণের সময় এলাকার কিছু বখাটে কিশোর গ্যাং ও মাদক সেবির একটি দল আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে, আমি তা দিতে অস্বীকার করলে আমার সঙ্গে অশোভনীয় আচরণ করে এবং কি করে বাড়ি নির্মাণ করি দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
সেই থেকে প্রতিনিয়ত আমাকে কোনো না কোনো ক্ষতি করার চেষ্টায় মগ্ন হয়ে থাকে এই কিশোর গ্যাং সদস্যরা, কিছু দিন আগেও আমার বাড়ির কাজ করার রড,সিমেন্ট সহ প্রয়োজনীয় মালামাল চুরি করেছে আমি বিষয় টি একাধিক ব্যক্তিদের জানিয়েছি কোনো কাজ হয়নি বরং তারা গত বুধবার ৫ জুলাই আমার নির্মাণ ভবনে ঢুকে মুন্না সহ অজ্ঞাত ১০/১২ জন মাদক সেবন করার সময় বাঁধা দিলে আমার বাড়ির দেয়াল ভেঙ্গে যায়।
তাই আহমেদ কবির আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার স্থানীয় সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে অফিসার ইনচার্জ মহোদয়ের সঙ্গে আলোচনা করলে সঙ্গে সঙ্গে তদন্ত ওসিকে বিষয় টি দেখার জন্য এবং আমাকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন,
অভিযোগ করার পরে বিষয় টি তদন্তের জন্য এ এস আই রাজ্জাক সাহেব কে আমার সঙ্গে পাঠিয়েছেন এবং রাজ্জাক সাহেব ঘটনার বিবরণ দেখে গিয়েছেন, এবং আমি বিশ্বাস করি আইন তার নিজ গতিতে আমাকে সাহায্য করবে।