সকাল নারায়ণগঞ্জঃ
সীমান্তে বাংলাদেশি গণহত্যা বন্ধ ও দেশিয় প্রতিষ্ঠান বাপেক্সকে গ্যাস উত্তোলনের দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়কারী নিখিল দাস বলেন, ‘গত ১০ বছরে ভারত সীমান্তে ৩ শতাধিক বাংলাদেশি হত্যার শিকার হয়েছে। প্রতিবছর এই হত্যার সংখ্যা বাড়ছে। গত পরশুদিনও সীমান্তে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।অন্যদিকে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাখি-বন্ধন। এমনই রাখি-বন্ধন যে, সীমান্তের হত্যা দিন দিন বাড়ছে কিন্তু আমরা কিছু বলতে পারছি না।’
হাফিজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের খনিগুলোর অধিকাংশই আমাদের দেশিয় কোম্পানিগুলো চিহ্নিত করেছে। তবু গ্যাস, তেল ক্ষেত্রগুলো বাইরের দেশের কোম্পানিগুলোকে ইজারা দেয়া হয়, দেশিয় প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয় না। যেখানে দেশিয় প্রতিষ্ঠান বাপেক্স ৭০-৮০ কোটি টাকায় গ্যাস উত্তোলন করতে সক্ষম সেখানে সরকার দ্বিগুণ টাকায় উত্তলনের জন্য কোনো রকম টেন্ডার ছাড়া রাশিয়ার একটি কোম্পানিকে ইজারা দিয়ে দেয়।’
বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেনের সভপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, , গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সিপিবির সাধারণ সম্পাদক শীবনাথ চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু হাসান টিপু প্রমুখ।