সকাল নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে ৩ টি ইজিবাইক গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতেৃত্বে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রহিম, এজিএম ফিন্যান্স সাইদুল খান প্রমুখ।
এসময় পল্লী বিদ্যুৎ এর অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় গ্যারেজ মালিক খালেক মিয়াকে ৫০ হাজার, রেবেকা বেগমকে ৫০ হাজার, জামাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।