সকাল নারায়ণগঞ্জঃ পার্লার কর্মী ধর্ষণ মামলায় অভিযুক্ত জুট ব্যবসায়ী মনির হোসেন (২৮) কে ১ দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আদালত থেকে রিমান্ডে আনে মামলার তদন্তকারি কর্মকর্তা। গ্রেফতারকৃত মনির হোসেন বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, আসামি মনিরকে রিমান্ডে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে পার্লার কর্মী বন্দরে নিজ বাড়ি ফেরার পথে অভিযুক্ত মনির হোসেন নদী পার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে তার ভাড়াকৃত নৌকায় উঠায় এবং ভুক্তভোগীকে ধর্ষণ করে। পরে তাকে ইস্পাহানী এলাকায় মনির হোসেন মিয়ার জুটের গুডাউনে নিয়ে একই এলাকার আরাফাত আকনের সহযোগিতায় পুনরায় ধর্ষণ করে। ঘটনার ২১ দিন পর ধর্ষণের শিকার পার্লার কর্মী বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই আসামিকে গ্রেফতার করে পুলিশ।