সকাল নারায়ণগঞ্জঃ ফতুল্লায় আল আমিন নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় কথিত আওয়ামী লীগ নেত্রীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা রেলষ্টেশন চেয়ারম্যান বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেনা (৪০) দাপা ইদ্রাকপুর চেয়ারম্যান বাড়ির মৃত আলাউদিন মিয়ার মেয়ে ও বিপ্লব (২৫) একই এলাকার বারেক মোল্লর ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোদাচ্ছের হোসেন জানান, ২৯ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় ফতুল্লা রেলষ্টেশন বাজার মসজিদের সামনে আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ২ ও ৪ নাম্বার আসামী হেনা ও বিপ্লব। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।