কাউন্সিলর নুরউদ্দিন ও শ্রমিকনেতা নুরুজ্জামাম জজ মিয়ার গর্ভধারণী মায়ের ইন্তেকাল

  • সকাল নারায়ণগঞ্জ:

 

নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরউদ্দিন মিয়া  বাংলাদেশ আম্তঃজিলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ মিয়ার গর্ভধারণী মা ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ শাহজালাল বাদলের দাদী আলীমুন নেছা (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)৷

মঙ্গলবার (২৩ মে ২০২৩) বিকেল ৫ টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন৷  মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন৷ আলীমুন নেছার মৃত্যুতে শিমরাইল টেকপাড়াসহ গোটা এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে৷