সকাল নারায়ানগঞ্জঃ নগরীর নতুন পালপাড়া সার্বজনীন পূজা মন্ডপের পূণঃনির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার(০২ ফেব্রুয়ারী) সকালে পালপাড়া সার্বজনীন পূজা কমিটির আয়োজনে পূজা মন্ডপ উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের।
উদ্বোধন শেষে জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের বলেন, সাংসদ সেলিম ওসমানের মত দেশে আর কোনো সাংসদ আছে কিনা তা আমার জানা নাই। আপনারা জানেন, সাংসদ সেলিম ওসমান নিজের অর্থায়নে কাজ করে কারো থেকে কোনো টাকা পয়সা তিনি নেন না। উনি শুধু মানুষের সেবা করতে চায়। এই পর্যন্ত ২০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ঈদে ঈদ সামগ্রী, পূজায় মন্ডপগুলোতে ২৫ হাজার টাকা অনুদান দিয়ে আসছেন। যদিও লাঙ্গলবন্দের প্রথম কাজ ধরেছিলেন আমাদের মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তারপর মাঝখানে বন্ধ ছিলো এরপর আমাদের মরহুম সাংসদ নাসিম ওসমান আবার সেই কাজ আবার শুরু করেন এবং বর্তমানে নাসিম ওসমানের সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে যাচ্ছেন বর্তমান সাংসদ সেলিম ওসমান। সেই ধারায় আমি বলতে চাই নারায়ণগঞ্জে কোনো কাজ অসমাপ্ত থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সংঘের সভাপতি সমীর কর’র সভাপতিত্বে এবং পালপাড়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর সাহা, বাংলাদেশ পূজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপন কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার প্রমুখ।