সকাল নারায়ণগঞ্জঃ আড়াইহাজারে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে স্থানীয় গাজীপুরা এলাকায় অবস্থিত মাছের রেণু উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ফিসারীচের সামনে রাস্তায় মাদক বিক্রিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহাবউদ্দিন একই এলাকার মৃত ইউসূফ ওরফে ইসার ছেলে।
আড়াইহাজার থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত ব্যক্তিকে ইয়াবাসহ আকট করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।