
- সকাল নারায়ণগঞ্জ:
সাবেক সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা মারুফুল ইসলাম মহসিনের ছেলে সাহাদাত রাইয়ানের মৃত্যুতে বাইতুল মাহফুজ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সনিবার ২৯শে এপ্রিল নন্দিপারা বাইতুল মাহফুজ জামে মসজিদে বাদ আসর এর পর এই মিলাদ অনুষ্ঠিত হয় মিলাদে উপস্থিত এলাকার বিভিন্ন মুরুব্বি সহ গন্য মান্য বেক্তি এবং মুসুল্লীদের নিয়ে এই দোয়া করা হয় দোয়া শেষে আমিত্তি বিতরন করা হয় মুসল্লীদের মধ্যে।