সকাল নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকা থেকে বুধবার (২৯ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বুধবার সকালে অভিযান পরিচালনা করে তারাব পৌরসভার নোয়াপাড়া খেয়াঘাট এলাকায় গাঁজা বিক্রি করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ জহিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।