1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করলেন ডিসি ও এসপি না:গঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ ইব্রাহিম হোসেনের যোগদান কাশীপুরে রায়হান বাবুর টর্চার সেলে পাভেলকে রাতভর নির্যাতণ পরে গুলি করে হত্যা না:গঞ্জ জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের মাঝে টিম খোরশেদের শুভেচ্ছা বিনিময় ও নাস্তা বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিসি অপকর্ম এড়াতে চাষাড়ার বিভিন্ন পয়েন্টে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা  ঈদ সামগ্রী বিতরণ শহর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৪০১ Time View
কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী (ছবি সকাল নারায়ানগঞ্জ)
কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ

গত ০৭ জানুয়ারি  কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহ”র বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আদালতে  দায়েরকৃত প্রতারণার মামলাটি মিথ্যা এবং বানোয়াট বলেছেন মামলার বাদী শহরের ধন্যাঢ্য ব্যবসায়ী ফজর আলী। এছাড়া ২৮ জানুয়ারি প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।

কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী (ছবি সকাল নারায়ানগঞ্জ)
কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী (ছবি সকাল নারায়ানগঞ্জ)


বুধবার(২৯ জানুয়ারি) সন্ধায় কুতুববাগ দরবার শরীফে সাংবাদিকদের এ কথা জানান ফজর আলী। এর আগে মিথ্যা এবং বানোয়াট মামলার জন্য কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহ’র কাছে  ক্ষমা চান ফজর আলী। 


মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে ফজর আলী জানান, মামলাটি মিথ্যা এবং বানোয়াট।  যার জন্য আমি লজ্জিত। এর বাইরে আমি আপনাদের কিছু বলতে পারবো না, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। 

কুতুববাগ পীরের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও বানোয়াট;ক্ষমা চাইলেন ফজর আলী (ছবি সকাল নারায়ানগঞ্জ)


এসময় কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহ বলেন, ফজর আলী আমার মুরিদ। আমার ছেলের মত। ছেলেরা ভুল করবে এবং বাবা ক্ষমা করবেন এটাই স্বাভাবিক। তবে মামলাটি বিভ্রান্তি সৃষ্টির জন্য করা হয়েছিলো। 


প্রসঙ্গত, পারস্পরিক সুসম্পর্কের সুবাদে যৌথ ব্যবসা করার জন্য পীর জাকির শাহ ব্যবসায়ী ফজর আলীকে ৮ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ব্যবসার উদ্দেশে সেই ৮ কোটি টাকা দেয়ার বিপরীতে ব্যবসায়ী ফজর আলীর কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা এবং ৬টি চেক গ্রহণ করেন।


অঙ্গীকারনামা ও চেকের বিপরীতে বিভিন্ন সময়ে ১ কোটি ৮০ লাখ টাকা প্রদান করেন পীর জাকির শাহ। পরবর্তীকালে আর টাকা দিতে পারবে না বলে জানালে ফজর আলী টাকা ফেরত দেয়।


ওই সময় স্ট্যাম্প ও ৩টি চেক ফেরত দিলেও বাকি ৩টি চেক খুঁজে পাচ্ছেন না বলে জানান পীর জাকির শাহ। ওই সময়ে স্ট্যাম্পের পেছনে চেক নম্বর উল্লেখ করে হারানো ৩টি চেক বাবদ কোনো দাবি-দাওয়া নেই মর্মে লিখিত অঙ্গীকার করেন এবং পরবর্তীকালে খুঁজে পেলে ফেরত দিবেন বলে অঙ্গীকার করেন তিনি।


কিন্তু কিছুদিন পর ব্যবসায়ী ফজর আলী জানতে পারেন ওই চেক হারানো যায়নি এবং এগুলো নিয়ে পীর জাকির শাহ টাকা দাবি করার ষড়যন্ত্র করছেন।


গত বছরের ২৮ সেপ্টেম্বর নিজ বাড়িতে দাওয়াত দিয়ে পীর জাকির শাহ এবং সহযোগী ইসমাইল হোসেন বাবুকে খাওয়ানোর পর চেক ফেরতের বিষয়ে কথা বললে পীর জাকির শাহ ও সহযোগী বাবু ৫ কোটি টাকা দাবি করে। টাকা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয়া হয়।
এ ঘটনায় চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী ফজর আলী বাদী হয়ে কুতুববাগ দরবারের পীর জাকির শাহ ও তার সহযোগী ইসমাইল হোসেন বাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আদালতে প্রতারণার মামলা দায়ের করেন।


২৬ জানুয়ারি রোববার আদালত পীর জাকির শাহ’র নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ দিকে জাকির শাহ’র নামে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আদালত থেকে ছড়িয়ে পড়লে এ নিয়ে শহর ও বন্দর এলাকায় চলে আলোচনা সমালোচনার ঝড়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL