শীতের শেষে বসন্তের শুরুতে এসে শীতকালীন পিঠা উৎসবে মেতেছে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এই পিঠা মেলা।
বসন্ত ও পিঠা উৎসবের বন্ধুত্ব ও ভাতৃত্বের মেলবন্ধনে দিনটি উদযাপন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের এ মিলন মেলায় বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ‘বাহারি পিঠাঘর’ নামে একটি স্টল দেন ৮ম শ্রেনীর ‘চ’ শাখার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মুসকান। সহযোগী হিসেবে তারসোথে ছিলো একই শ্রেনীর শিক্ষার্থী আফরীন আলম দিনা, তাসমিন জাহান অয়ন, হিমা আক্তার ও নুসরাত জাহান।
মেলায় ‘বাহারি পিঠাঘর’ এর শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে মুগ্ধ হয়ে উঠেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সহ সকলে।