নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ইতিমধ্যেই আমরা ডিএসএস ক্লাব মাঠ করে দিয়েছি, এরকম নদীর ওইপাড়েও অনেক গুলো মাঠ আছে।
আমি অনুরোধ করবো, যারা নারায়ণগঞ্জের প্রাক্তন জাতীয় খেলোয়ার, তারা যাতে ওই মাঠ গুলোর বিষয়ে যত্নশীল হন এবং বাচ্চাদেরকে মাদক থেকে দুরে রাখতে আপনারা খেলা পরিচালনা করেন।
বরফকল মাঠটিও নিয়ে যাওয়ার পায়তারা হচ্ছে। আমি অনুরোধ করবো, ওই মাঠটি রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসবেন।
রোবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, এনসিসি ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির,১৬ নংওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মনোয়ার হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল প্রমুখ।