সকাল নারায়ানগঞ্জঃ বাউল শিল্পী শরীয়ত বয়াতির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শরীয়ত বয়াতি কোন অপরাধ করেননি। তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু সে চ্যালেঞ্জ গ্রহণ না করে তাকে হয়রানী করার জন্য ডিজিটাল আইনে গ্রেফতার করা হলো। দেশের প্রধানমন্ত্রীও সংসদে গ্রেফতারের পক্ষে বক্তব্য দিলেন। একজন বাউল শিল্পীকে এভাবে গ্রেফতার সংস্কৃতির উপর বড় আঘাত। ডিজিটাল বাংলাদেশ বলে মুখে ফ্যানা তুললেও মুক্তমনা, সংস্কৃতিমনাদের গ্রেফতারের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির উপর আঘাত করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার মতো এমন অপচেষ্টা মেনে নেয়া হবে না। অবিলম্বে শরীয়ত বয়াতির মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘কালো আইন’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি তোলেন বক্তারা।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক প্রদীপ সরকারের সভপতিত্বে সংগঠক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও চারণের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সমাজ অনুশীলন কেন্দ্রর সভাপতি রঘু অভিজিৎ রায়, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার, চারণের সংগঠক সেলিম আলাদীন প্রমুখ।