সকাল নারায়ানগঞ্জঃ বন্দরের উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ সরকারকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
উপজেলার কল্যান্দী গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র রণাঙ্গনের বীর সৈনিক শহীদুল্লাহ দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্য কালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদ আছর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ও বন্দর থানা উপ-পরিদর্শক হানিফ মাহমুদ। পরে তাকে কল্যান্দি কবরস্থানে সমাহিত করা হয়।
নামাজের জানাযায় অংশ নেন মো. আবদুল আজিজ, মুক্তিযোদ্ধা আলী আক্কাছ মীর, জালাল উদ্দিন জালু, আব্দুল ওয়াদুদ, নুরুল আমীন, আনোয়ার হোসেন, শাহেনশাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।