মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় অবস্থিত মেডিপ্লাস মেডিকেল সার্ভিস নামক ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে মো. সেলিমুজ্জামান জানান, ১ বছর থেকে দেড় বছর আগের রিএজেন্ট পাওয়া গেছে তাদের রেফ্রিজারেটরে। এগুলোতে টেস্ট করলে সব রিপোর্ট ভুল আসবে। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা ক্যাব, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম অংশ নেয়