1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
পুলিশ হলো একমাত্র সংগঠন- যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি শক্তি-ডিবি প্রধান - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

পুলিশ হলো একমাত্র সংগঠন- যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি শক্তি-ডিবি প্রধান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও নারায়ণগঞ্জের সাবেক এসপি মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমাদের অনেক কাজ করতে হয়। প্রায়ই দেখবেন পুলিশের ওপর হামলা হয়। কারা এ হামলা করে? একাত্তরের যুদ্ধের সময়ও প্রথম রাজারবাগে পুলিশের ওপর হামলা করছে। এখনও তারা বিভিন্ন স্থানে পুলিশের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। কারণ, তারা জানে পুলিশ হলো একমাত্র সংগঠন- যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি শক্তি।

 

শনিবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগারে ‘বিষের বাঁশী’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ বছরটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের পরিস্থিতি কিছুটা ঘোলাটে আছে। তার মাঝে আবার কিছু অশুভ একাত্তরের পরাজিত চক্র যারা পঁচাত্তর ঘটিয়েছিল; সেই চক্রটি এখনও শেষ হয়ে যায়নি। এখনও তারা সুযোগ পেলে ককটেল ফোটাচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করছে।

 

তিনি বলেন, নির্বাচনের বছরে অনেক অপতৎপরতা ঘটবে। তবে জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখবো। দেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বড়ই অভাব। আমাদের বর্তমান সরকারের এত অর্জন ও উন্নয়ন এটা মিডিয়ার পক্ষেই তুলে ধরা সম্ভব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না। তবে ভালো কাজ করতে গিয়ে পুলিশের ওপর যদি হামলা হয়, সেটা আমাদের প্রতিহত করতে হয়। আমরা সে কাজটাই করছি।

 

তিনি আরও বলেন, আমরা মার খেলে তারা বলে পুলিশের সাহস নেই। আবার তাদের প্রতিহত করলে তারা বলে পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো কাজেরই মূল্যায়ন পাই না। তারপরও জঙ্গিবাদ নির্মূলসহ নানারকম কাজ আমরা করে যাচ্ছি। পুলিশের ভালো দিকটা কেউ বলে না। কিন্তু কোথাও আমরা কোনো ভুল করলে সেটা নিয়ে আলোচনা করে।

 

নারায়ণগঞ্জ সম্পর্কে স্মৃতিচারণ করে ডিবি প্রধান হারুন বলেন, নারায়ণগঞ্জ সবদিক দিয়ে সমৃদ্ধ এলাকা। তবে নারায়ণগঞ্জে এসে আজ আমি মুগ্ধ। নারায়ণগঞ্জের মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, পুলিশের কাজ তারা যেভাবে ভালোবাসে- সেটা অসাধারণ। এখনো আমাকে অনেকে বলে, আবারো নারায়ণগঞ্জে কখন আসবো। তবে এটা তো আর সম্ভব না, তারা এটা জানে; তবুও তাদের ভেতর আমার জন্য একটি ভালোবাসা কাজ করে।

 

এসময় বিশের বাঁশীর সম্পাদক সুভাস সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL