সকাল নারায়ানগঞ্জঃ রূপগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আড়াইহাজার থানার গাজাপুড়া এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, জামাল ওরফে ইয়াবা জামাল জেলার কয়েকটি থানায় পাইকারিভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। শনিবার সকালে মুড়াপাড়া বাজারের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের আশপাশে ইয়াবা বিক্রি করার সময় জামালকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।