সকাল নারায়ানগঞ্জঃ পৃথক পুলিশি অভিযানে বন্দরে ২০ পিছ ইায়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ী ও মদনগঞ্জ পিএম রোড এলাকায় বন্দর ফাঁড়ি ও মদনগঞ্জ ফাঁড়ী অভিযান চালিয়ে তদের গ্রপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার মদনগঞ্জ পিএমরোড এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আলম (৫০), ইসলামপুর এলাকার মৃত আনোয়ার আলী মিয়ার ছেলে আমির হোসেন (৫৫), ফরাজিকান্দা মৃত হাজী ওসমান আলীমিয়ার ছেলে আশরাফ আলী (৫০) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মোতালেব মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী ইউনুস (২৮)।