1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
একপাশে বিএনপির মিছিল অপরপাশে শামীম ওসমানের গাড়ি - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

একপাশে বিএনপির মিছিল অপরপাশে শামীম ওসমানের গাড়ি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

পূর্ব ঘো‌ষিত কে‌ন্দ্রিয় কর্মসূ‌চি অনুযা‌য়ি নগরীর মিশনপাড়া থে‌কে যখন বিএন‌পির মি‌ছিল চাষাড়ায় গোল চত্ব‌রে, তখন নিজের ব্যক্তিগত গাড়ীতে বসে চত্ব‌রের আ‌রেক পা‌শে অবস্থান নেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। প্রায় আধা ঘন্টা ধরে ওই মিছিল নজরে রাখেন তিনি। শনিবার বিকাল ৪ টায় শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শনিবার বিকাল ৪ টায় গণমিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মিছিলকে কেন্দ্র করে শহরের মিশনপাড়া এলাকায় নেতাকর্মীরা জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শহড়জুড়ে গণমিছিল করেন। বিএনপির মিছিলের কথা শুনে শহরের চাষাঢ়া রনি ফার্মার সামনে অবস্থান নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিএনপির মিছিলটি শহরের মিশনপাড়া পূর্ব দিক থেকে আসে। আর এমপি শামীম ওসমানের গাড়ী শহরের চাষাঢ়া রনি ফার্মার সামনে থেকে পূর্বমুখী হয়ে দাঁড়ায়। ওই সময় শামীম ওসমানও তার গাড়ীর চালক ছাড়া আওয়ামীলীগের কোন নেতা কর্মী ছিল না।

 

এদিকে শামীম ওসমানের উপস্থিতি দেখে মিশনপাড়া থেকে আসা মিছিলটি শহরের খাজা সুপার মার্কেটে শেষ হয়ে যায়। যদি মিছিলটি ২ নং রেলগেট যাওয়ার কথা ছিল। শামীম ওসমান গাড়ির গ্লাস খুলে মিছিলটি দেখেন। শামীম ওসমানকে দেখে গণমাধ‌্যমকর্মীরা ছুটে যান। কেননা সম্প্রতি এমপি শামীম ওসমান ঘোষনা দিয়েছিলেন মুক্তিযোদ্ধা বিরোধীদের বিরুদ্ধে ও যে কোন অপ্রীতিকর ঘটনা রোধ করতে মাঠে থাকবেন তিনি।

 

অপরদিকে পূর্বঘোষিত বিএনপির গণমিছিল চলাকালে চাষাঢ়ায় অবস্থান নেওয়ার কারণ জানতে চাইলে শামীম ওসমান জানান, ‘বিএনপি ইদানীং মিছিল-মিটিংয়ে খুবই উশৃঙ্খল মন্তব্য করছে । খুবই নোংরা ভাষা ব্যবহার করছে। পুলিশের উপর হামলা করেছে। একজন মানুষ মারা গেছে। এতে করে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না। জনতা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও ক্ষিপ্ত বিএনপির উপর। তারা বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমাদের নিজ দলের বা স্বাধীনতার স্বপক্ষের কেউ যাতে রেগে গিয়ে উল্টা-পাল্টা কিছু না ঘটাতে পারে। তাই দাঁড়িয়ে আছি। বিশৃঙ্খলা-অপ্রীতিকর কোন ঘটনা তৈরি হলে সাধারণ মানুষের জান মালের সম্পদের হানী ঘটে- প্রাণহানী ঘটে। এ গুলো রক্ষা করা সকলের দায়িত্ব। বিএনপি মিছিল করবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাই বলে অরাজকতা সৃষ্টি করতে পারবে না। বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনাকে নিয়ে তারা যে ভাষায় কথা বলে, এটাও রাজনৈতিক শিষ্টাচার না।’

 

শামীম ওসমান আরও বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির প্রচুর নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জেই ৭ থেকে ৮ জন নেতাকর্মীকে খুন করা হয়েছে। বাসাবাড়িতে হামলা হামলা করেছে। আমার ভাইয়ের কারখানায় ভাংচুর-জ্বালাও-পোড়াও করেছে। গরুর বান কেটেছে। আমরা গত দুই নির্বাচনী আমলে সহ অবস্থানে আছি। বিএনপি কেন কোন দলই বলতে পারবে না। আমরা কারো উপরে হামলা ও মামলা করেছি। সব সময়ই সহঅবস্থান ছিল। শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়। আমরা তাই করেছি। আমরা কোথাও কোন প্রতিশোধ নেই নাই। নারায়ণগঞ্জ বিগত সময়ে শান্তিপূর্ণ ছিল। তাই বিএনপির কাছে অনুরোধ থাকবে। রাজনীতি করা সবার অধিকার আছে। আপনারা গণতান্ত্রিক ভাবে করেন। গণতান্ত্রিক ভাষা ব্যবহার করেন।’

 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো ধরনের বাধা দেবো না। তবে তারা যদি কর্মসূচির নামে জনগণের জান-মালের ক্ষতি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL