সকাল নারায়ানগঞ্জঃ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ সংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৯ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নূরে আলম আকন্দ’র হাত থেকে কমিটি বুঝে নেন আহবায়ক মো. আরিফ।
এসময় সংগঠনের অন্যান্য নেতেৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় শহরের বাগানবাড়ি রেস্টেুরেন্টে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সমাচার ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’র সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন, আলোর ধারা ২৪ ডট কম’র সম্পাদক আসলাম হোসন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগর নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ফটো সাংবাদিক রিপন মাহমুদ, ফটো সাংবাদিক মামুন, ফতুল্লা থানা আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস কাজী, মো. রাব্বি, মো. ওমর ফারুক, রাসেদুল ইসলাম সুমন, সদস্য আ: হাকিম কিরন, মো. কবির হোসেন, মো. মোক্তার হোসেন প্রমুখ