সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় হাজী কামালের ফাঁকা মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।নিহত জুয়েল (২৮) একই এলাকার মৃত আজাদ মাহাজনের ছেলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পারিবারিক সূত্রানুসারে জুয়েল মাদকাসক্ত ছিল। এটা আত্মহত্যা বলেই প্রাথমিক ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত জুয়েলের স্ত্রী সোমা
আক্তার জানান, তার স্বামীর রিকশার গ্যারেজ ছিল। নিজের গাফলতির কারণে
ব্যবসায় মন্দা দেখা দিলে নিজেই রিকশা চালাতো। কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে
পরিবারের কারোর কথা চিন্তা না করে নিজের মতো চলতো। তাদের দু’টি কন্যা
সন্তান রয়েছে। বুধবার রাত ১২টার পর বাসা হতে বের হওয়ার সময় জুয়েল বলে যায়
আমাকে খোজাখুজি করিছ না আমি সময়মতো বাসায় ফিরে আসবো। কিন্তু সারারাত বাসায়
ফিরে আসেনি। সকাল বেলা সংবাদ পায় জুয়েল একটি গাছের মধ্যে ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে।