সকাল নারায়ণগঞ্জঃ সদর উপজেলা জালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২টি হোটেল ও ২টি দোকানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, সাইদুজ্জামান হিমু, তানিয়া তাবাসসুম ও আব্দুল মতিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান বলেন, ‘ ২টি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করার দায়ে এবং ২টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জরিমানার পরেও অবস্থার পরিবর্তন না হলে ২মাস পর পুনরায় অভিযান পরিচালনা করবে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও পরিচালনা করা হবে।’’