সকাল নারায়ানগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে শীতলক্ষার তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমরাইল এলাকার তাজ জুট মিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জাহিদ হোসেন ডেমরার কোনপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে আমরা লাশটি উদ্ধার করেছি। লাশটি অর্ধগলিত ছিল তাই লাশটি উদ্ধার করেই আমরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।