1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জের ৩ নং মাছ ঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ট্যাম্পো ইলিশ - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান দিনে ৪৪২ জনের মৃত্যু রোধে সমাবেশ ও কফিন র‍্যালি জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের মারধরের শিকার জামায়াত নেতা জনপ্রতিনিধি হলে প্রত্যেক ওয়ার্ডে মা বোনদের জন্য কল্যাণ কার্ড করে দিয়ে যাব: টিপু  বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড

নারায়ণগঞ্জের ৩ নং মাছ ঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ট্যাম্পো ইলিশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৪২ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জের ৩ নং মাছ ঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ট্যাম্পো ইলিশ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিকাংশ হাট-বাজারে বিক্রি হচ্ছে ট্যাম্পো ইলিশ। উপজেলা মৎস্য বিভাগ বা প্রশাসনের নিয়মিত অভিযান না থাকায় এমনটা হচ্ছে বলে দাবি সচেতন মহলের। নিষেধাজ্ঞার সময়ে আট মাস ট্যাম্পো ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ হলেও বন্ধ হচ্ছে না।

 

নভেম্বর হতে মে (কার্তিক মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত  ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) নিচের ইলিশ (যা “জাটকা” নামে পরিচিত)।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত চলে এই বেচাকেনা। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন হাটে বাজারে অবাধে ট্যাম্পো ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ট্যাম্পো ইলিশ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে আর বড় বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, মাছ শিকার ছাড়া বিকল্প কোনো কাজ না থাকার কারণে বাধ্য হয়েই ট্যাম্পো ইলিশ শিকার করতে হয়।

 

৩নং মাছ ঘাট বাজার থেকে ট্যাম্পো ইলিশ ক্রেতা বলেন, বড় ইলিশ মাছের দাম বেশি তাই কমদামে ট্যাম্পো ইলিশ কিনেছি। নিয়মিতই এই বাজারে ট্যাম্পো ইলিশ পাওয়া যায়। উপার্জন কম তাই কিনছি। প্রশাসন যদি ট্যাম্পো ইলিশ ধরা বন্ধ করে দিতে পারে তাহলে বিক্রিও বন্ধ হবে।

 

গোপনসূত্রে জানা যায়, ৩ নং ঘাটে যখন যেই ধরনের অবৈধ মাছ প্রবেশ করে যেমন জাটকা,ট্যাম্পো ইলিশ,টেগা পাঙ্গাস ও পাঙ্গাসের পোনাতখন রশিদ পুলিশ প্রশাসন কে ব্যবস্থা করে বিভিন্ন মানুষের নাম  করে টাকা উঠায়।

 

বেশ কিছুদিন আগে রশিদ অবৈধ মাছ ব্যবসায়ের দায়ে দেড় লাখ টাকা জরিমানাও দেন।

 

জানা যায়,বর্তমানে পুলিশ প্রশাসনের অসাধু কর্মকর্তাকে রশিদ নিয়ন্ত্রন করে থাকেন এবং বেশ কিছু ঘর থেকে টাকা উত্তোলন করেন পুলিশের এবং বিভিন্ন সংস্থার নাম ভাংগিয়ে।

 

সাধারন জনগনের দাবী,মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যাতে এদেরকে জরিমানা না করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL