জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, বিশ্বে খাদ্য সংকট হলেও বর্তমান সরকারের শাসনামলে দেশে কোন খাদ্য ঘাটতি বা সংকট হয়নি। দেশের প্রতিটি জমিতে খাদ্য উৎপাদন করতে হবে বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন,আপনারা জমি ফেলে না রেখে বিভিন্ন সবজির চাষ করবেন। এতে করে নিজেরাও অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন। কোভিডের কারনে বিশ্বের সাথে বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হয়েছে। অবহেলা করলে দূর্ভোগের সম্মুখীন হতে হবে। আপনারা সফল হলে বাংলাদেশ সফল হবে। প্রতি ইঞ্চি জমিতে ফলন ফলাতে হবে, তাহলে দেশে খাদ্য সংকট হবেনা। খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারলে দেশ এগিয়ে যাবে।
এসময় তিনি আলীরটেক ও বক্তাবলীর উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আপনাদের এমপি শামীম ওসমানের কারনে আধুনিক শহরে পরিনত হয়েছে ২টি ইউনিয়ন। আপনারা খাদ্য উৎপাদন যুদ্ধে জয়ী হতে পারলে বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে। স্বাধীনতা যুদ্ধ বিরোধী ও যারা অপপ্রচার করছে সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ যে বীজ ও সার নিচ্ছেন কাজে লাগাবেন। সঠিক নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি এখন মানুষের হাতের মুঠোয়। দেশকে ভালবেসে রাজনীতি করতে হবে অপপ্রচার করে নয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ শামীম ওসমানর উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত।
বক্তব্য শেষে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন অতিথিবৃন্দ।