সকাল নারায়ানগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ১১ হতে ১৬ বছর।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ধারালো চাপাতি ও দুইটি গিয়ার সুইজযুক্ত ধারালো চাকু উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
র্যাব জানায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
র্যাব আরো জানায়, সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় কোন অপরিচিত লোক আসলে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।