সকাল নারায়ানগঞ্জঃ আড়াইহাজারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত তালেব আলী আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিরকান্দী এলাকার মুরতব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার গোলশান থানায় করা একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে দুই বছরের দন্ড প্রদান করে রায় দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ২০১৫ সালের একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত দুই বছরের দান্ডাদেশ প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।