সকাল নারায়ণগঞ্জ
৪’ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার মো.নাছির ভান্ডারি (৬৪) নামের এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন ।
সাজাপ্রাপ্ত মো.নাছির ভান্ডারি (৬৪) সৈয়দপুর আল-আমিন নগর এলাকার মৃত.হাসেম আলীর ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক মামলায় মো.নাছির ভান্ডারি (৬৪) দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত।
প্রসঙ্গত,২০১৮ সালের ৫ মে রাত ৮ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সৈয়দপুর আল-আমিন নগর মসজিদ গলির আসামির নিজ টিনশেট বসত ঘরের উত্তর পাশের কক্ষ থেকে ৪’ হাজার পিছ ইয়াবাসহ মো.নাছির ভান্ডারিকে গ্রেফতার করে।