সকাল নারায়ণগঞ্জ
মিডিয়া হচ্ছে একটি আলোর প্রতিবিম্ব। যারা আমাদের সঠিক পথ দেখাতে পারেন। আমি এখন অনেক তরুণ সাংবাদিক দেখি। আমার কাছে মনে হয় তারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন। যারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যাদের প্রশ্ন শুনলেই আমার মন ভরে যায়। তাদের প্রশ্নের মধ্যেই বুঝতে পারি যে তাদের মধ্যে লুকায়িত একটি জ্ঞান আছে যেটা বহিঃপ্রকাশ করে। এরকম আমাদের দেশে অনেক লুকায়িত প্রতিভা আছে যে প্রতিভাগুলোকে আমরা সামনের দিকে আনতে পারছি না।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চাষাড়া শহীদ মিনারে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন।
তিনি বলেন, হলুদ সাংবাদিকতার কারণে অনেকের ইচ্ছা থাকার পরেও মিডিয়া হাউজের কারণে জনগণের স্বার্থে যে সঠিক তথ্যটি বলা দরকার অনেক সময় তা পারেন না। আমাদের দেশটি ছোট, মানুষ অনেক বেশি, মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা যদি মানুষকে শক্তিতে পরিণত করতে পারি তাহলেই সফলতা আসবে।
তিনি আরও বলেন, মিডিয়া বিশ্বে মানুষকে সঠিক পথ দেখাতে পারে। এখন মিডিয়া দুই রকমের হয়। কিছু আছে যারা খবর তৈরি করে, কিছু আছে খবর পরিবেশন করে। যারা খবর তৈরি করে আর যারা খবর পরিবেশন করে এদের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। এই পার্থক্যের নামই হলুদ সাংবাদিকতা।
এ সময় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,নাসিক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, নাসিক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, হোসিয়ারি সমিতির সহসভাপতি কবির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি,ফতুল্লা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন প্রমুখ।