সকাল নারায়ণগঞ্জ
মাদক মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় বন্দর থানার লাঙ্গলবন্ধ এলাকা থেকে শুক্কুর আলী (৫২) কে গ্রেপ্তার করা হয়। আসামি শুক্কুর বন্দর থানার চিড়াইপাড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার লাঙ্গলবন্ধ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ বন্দর থানার মাদক মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শুক্কুর আলীকে গ্রেপ্তার করে।