নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পাল্প এন্ড পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার ১১ অক্টোবর গভীর রাতে উপজেলার ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কোম্পানির মেশিনারিজ ও বিভিন্ন মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পাল্প এন্ড পেপার মিলে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার থাকা স্তূপকৃত পেপার ও মেশিনারিজ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষের নিজস্ব চারটি ইউনিট ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি।ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন ও আগুণের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে