এলজিইডি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মোসা. শামছুর নাহার গাড়ি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ এলজিইডি প্রাঙ্গনে প্রকৌশলী মোসা. শামছুর নাহারের হাতে গাড়ির চাবি তুলে দেন এলজিইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।
আন্তর্জাতিক মানের টেকসই, দীর্ঘস্থায়ী সড়ক ও মহাসড়কে নির্মাণে সড়কের বেসিক স্ট্রাকচার টেকসই করা, সড়ক উন্নয়নের আইডি নম্বর ব্যবহার, ঠিকাদারের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ এবং উপজেলা প্রকৌশলীদের গাড়ি দেওয়া বিষয়ে গত বছর জাতীয় সংষদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নারী প্রকেীশলীদের গাড়ি প্রদানের বিষয়টি সুপারিশ করা হয়। পরে তা বাস্তবায়ন হয়। এরই ধারাবাহিকতায় প্রকৌশলী মোসা. শামসুর নাহার তার জন্য বরাদ্দকৃত গাড়িটি বুজে নেন।
এসময় সদর উপজেলার উপ প্রকৌশলী শামছুর নাহার বলেন, যারা নারী উপ প্রকৌশলী আছে তাদের একটি করে গাড়ি দিয়েছে সেই জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূলত আমাদের কাজকে আরো গতিশীল করার জন্য এই গাড়ি দেওয়া হয়েছে।
এখন থেকে আমার দপ্তরে কাজের গতি আরো বেড়ে যাবে। এ গাড়ি ব্যবহার কওে খুব দ্রুত সময়ে আমরা সরজিমনে যেয়ে সঠিক ভাবে কাজের তদারকি করতে পারবো।
নির্বাহী প্রকৌশল শেখ তাজুল ইসলাম তুহিন বলেন, সদর উপজেলার উপ প্রকৌশলী শামছুর নাহার আজ এই গাড়ি পেয়ে তিনি তার ফিল্ডওয়ার্কমসহ কাজের অগ্রতি আরও বাড়াতে পারবেন। এখন থেকে তার যোগাযোগের ব্যবস্থা আরো সহজ হয়ে গিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী ঝরা ভৌমিক, আড়াইহাজার উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, বন্দর উপজেলা প্রকৌশলী মীর কায়ছার রিজভী, সোনারগাঁ উপজেলা সহকারী প্রকৌশলী বুলবুল আহমেদ, উচ্চমান সহকারী আব্দুল কালামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।