জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খাতুনের নেতৃর্ত্বে নিষিদ্ধ অটোরিক্সা ও মিশুক জব্দ করার জন্য ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানিয়েছেন নারায়নগঞ্জবাসী।
নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে প্রতিনিয়ত দায়িত্ব পালন করছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগ। শহরের সড়ক গুলোতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই শহরকে যানজটমুক্ত রাখতে হার্ডলাইনে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। কারন শহরের যানজটের মূল্যেই হলো নিষিদ্ধ ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা।
এবার শহরকে যানজট মুক্ত থাকতে শহরের গুরুত্বপূর্ণ সড়কের সাতটি পয়েন্টে হার্ডলাইনে ট্রাফিক পুলিশ। নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা শহরে ঢুকলেই জব্দ করা হচ্ছে। প্রতিটি পয়েন্টেই কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক পুলিশ ও কমিনিউটি পুলিশের সদস্যরা।
বুধবার (২৮ই সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খাতুনের নেতৃর্ত্বে ১০০ টির বেশী নিষিদ্ধ অটোরিক্সা ও মিশুক জব্দ করা হয়।
এসময়ে কোনো ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করতে চাইলে ফিরিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও কমিনিউটি পুলিশের সদস্যরা। আর ব্যাটারি চালিত কোন অটোরিকশা-ইজিবাইক শহরে প্রবেশ করলেই তাদেরকে আটক করা হয়। এসময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক জব্দ করা হয়।