হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে
সোনারগাঁ থানা পুলিশের আয়োজনে সোমবার ২৬ সেপ্টেম্বর বিকালে থানা
প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান পিপিএম এর
সভাপতিত্বে ও ওসি অপারেশন মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-
সার্কেল) শেখ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি
অপারেশন আহসান উল্লাহ, সোনারগাঁ পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ
দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বনিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পূজা উদযাপন কমিটির
সাংগঠনিক সম্পাদক শুভাস ভট্টাচার্য, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন
ইউনিয়নের ওয়ার্ড মেম্বার, সাংবাদিকসহ পূজা উদযাপন কমিটির সকল
নেতৃবৃন্দ।
মতবিনিময়
সভায় সোনারগাঁয়ে ৩৩টি পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে
বিভিন্ন স্তরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও
আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সূর্যাস্তের আগেই প্রতিমা
বিসর্জনের বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।