নারায়ণগঞ্জ জেলার ডিআইটি করিম মার্কেট এলাকার একটি সুতার গোডাউনে আনুমানিক রাত ৯ঃ৩০ এর দিকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন সাথে সাথে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় খবর পেয়ে নগরীর আরবান কমিউনিটি ভলেন্টিয়াররা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীদের সাথে নিজের স্বেচ্ছাশ্রম দিয়ে আগুন নিভানোর কাজ করেন।
অগ্নিকান্ডের বিষয়ে নারায়ণগঞ্জ জোন- ১ এর উপ-সহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফিন জানান আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে কোন আহত বা নিহত হয় নি।
আগুন কিভাবে লেগেছে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে এ বিষয়ে আরে বিস্তারিত পরবর্তী তদন্তের মাধ্যমে জানানো যাবে।