বন্দরে গত বুধবার ১৪সেপ্টেম্বর রাত১টার দিকে মদনপুর-মদনগঞ্জ মহা সড়কে হাজীপুর ও ফরাজীকান্দা এলাকায় অবস্থিত ময়লার স্তূপের হান্ডুর ব্রীজের সামনে বৃষ্টির পানি জমে থাকা গর্তের মধ্যে স্লিপ কেটে মোটরসাইকেল আরোহী আলভী বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনায় টি ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তরব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।
এদিকে খোঁজ নিয়ে জানা যায় মদনগঞ্জ লক্ষ্যারচর দক্ষিণ পাড়া এলাকার কবির মিয়ার ছেলে ও আল-মামুনের ভাগিনা এই আজমল ফুয়াদ আলভী। এবং তিনি রাএে বেলা দুর্ঘটনার সময় আলভী নিজেই মোটরসাইকেল চালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ছিলেন বলে জানা যায়।
এবং তার পিছনে থাকা আলভীর বন্ধু অনিকের অবস্থাও আশঙ্কা জনক বলে জানান তার পিতা আলীনগর নিবাসী জিয়াবল মিয়া।তাকেও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে আলভীর দূর্ঘটনার ও মৃত্যুর খবর শুনে তার পিতা-মাতা ও পরিবারের লোকজন পাগল প্রায় এবং
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু কে বন্ধু মহল ও আত্মীয় স্বজন কিছুতেই মেনে নিতে পারছে না।
ঘটনাস্থল এবং নিহতের বাড়ি পরিদর্শন করেছেন বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই শিহাব আহম্মেদ,তিনি জানান তার এই মৃত্যু টাকে