আজ ১৪.০৯.২০২২ইং, রোজ বুধবার, নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকায় অবস্থিত হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা করা হয়।
তার পূর্বে সকালে এলাকার একটি মাদ্রাসায় প্রায় ১৫০ ছাত্রের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় এই সংগঠনটি।
বাদ মাগরিব থেকে সকল সেচ্ছাসেবী আসতে শুরু করে। কিন্তু বাদ এশা থেকে কোরআন তেলওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
কুরআন তেলওয়াত করেন ছাফীনাতুল উম্মাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল হক।
বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এর মধ্যে উপস্থিত ছিলেন, কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ, কাশীপুরের রক্তযোদ্বা, প্রচেষ্টা – প্রয়োজনে পাশে দাঁড়াবার, কাশীপুরবাসী, প্রবাসী কাশীপুর, নারায়ণগঞ্জ -৯৯ হেল্পমেটস, ফরাজিকান্দা ব্লাড ডোনার্স গ্রুপ, জালকুড়িয়ান ব্লাড ডোনেশন গ্রুপ।
বাংলাদেশ সর্বোচ্চ ৩য় রক্তযোদ্বা মোঃ মোশারফ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাজি সেলিম সাহেবের বাসায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।
সভাপতিত্ব করেন হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজি মোঃ সোহেল রানা।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জনাব হাজি আসাদুজ্জামান আসাদ, উপদেষ্টা, হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটি, হাজি মোঃ সেলিম মিয়া-উপদেষ্টা, হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটি, মাসুদুর রহমান আসলাম- সভাপতি, হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটি, সোহেল আহমেদ ভূঁইয়া – সদস্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেচ্ছাসেবী অপু রায়হান, কাজী সোহাগ, নুরুজ্জামান রনি, সংগঠক- কাব্য সোহেল, সেচ্ছাসেবী পায়েল, সেচ্ছাসেবী নাঈম দেওয়ান, সমাজসেবক বশির, সুহেল খান সহ আরো অনেকে।
প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে একটি কথাই বলেছেন যে, মানবসেবার মধ্যে রক্ত দান সবচেয়ে বড় সেবা যা কিনা সকল সেবাকে হার মানিয়ে ফেলেছে। এবং সকলেই হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের পাশে দ্বাড়াবে বলেও সম্মতি দিয়েছে। এই সংগঠনের আগামীর পথচলা আরো সুন্দর ও দ্বায়ীত্বশিল হোক সেই কামনা করেছে।
পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।