বন্দরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা কার্যালয় সম্মুখে বন্দর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর এলাকার বাসিন্দা কবি ও লেখক রইস মুকুল, গৃহিনী মরিয়ম বেগম, ৩৮নং আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সাবেক মেম্বার নিলুফা আক্তার, অত্র এলাকার বাসিন্দা সোহেল মিয়া, নূর এ আজাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং অত্র এলাকার বাসিন্দা মুন্নী সরদার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা প্রমুখ। মানবন্ধন শেষে ইউএনও বরাবর তিন দফা দাবি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্র এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। গত ৩/৪ মাস যাবৎ এলাকার বাসাবাড়ীতে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে জনগনের রান্নার কাজে বিঘ্ন হওয়ায় পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মূল সঞ্চালন লাইনে গ্যাস না থাকায় এলাকার জনগন সম্পূর্ণভাবে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে।
মূল লাইনে গ্যাসের চাপ বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধানের জোর দাবি জানান। বন্দর ইউনিয়ন পরিষদ এলাকায় পয়ঃনিষ্কাসনের যথাযথ ব্যবস্থা নেই।
অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরী হয়। ভাঙ্গা রাস্তার কারনে এই এলাকার ছাত্র ছাত্রী, নারী শিশুসহ শ্রমজীবী মানুষের স্বাভাবিক যাতায়াত করা দিন দিন অস্বাভাবিক হয়ে উঠছে, ঘটছে নানারকম দুর্ঘটনা। এ পরিস্থিতি থেকে এলাকাবাসীর পরিত্রানের জন্য বক্তাগন যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।