সকাল নারায়ানগঞ্জঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
রবিবার দিবাগত রাতে (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করেন তারা।
শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে শহরের লঞ্চঘাট, বাসষ্ট্যান্ডসহ আশেপাশের বেশ কিছু এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা।
এ সময় নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সদ্য বিদায়ী সভাপতি এডঃ হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এডঃ মোহসিন মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন
বলেন,
‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের
তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু
মানুষকে কম্বল দিয়েছি।’ তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র
মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।