উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীন ভাবে বিকেল ৪টা পর্যান্ত ভোট গ্রহন চলে।
৮টি বুথে সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে শান্তি পূর্ন ভাবে ভোট দিতে দেখা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি পদে মোট ভোটার সংখ্যা হলো ২৫২৫ জন।
অভিভাবক প্রতিনিধি পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। এরা হলেন ১নং প্রতিকে কাজী মিরাজ খালেদ রাসেল, ২নং প্রতিক কাজী সাইদুর রহমান শাহীন ও ৩নং প্রতিকে মোঃ সেলিম কন্ট্রাকটার । এর মধ্যে ২নং প্রতিকে কাজী সাইদুর রহমান শাহীন ৬১৪ ভোট পেয়ে প্রথম স্থান ১ নং প্রতিকে কাজী মিরাজ খালেদ রাসেল ৫৭৮ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করে।
সে সাথে ৩নং প্রতিকে মোঃসেলিম কন্ট্রাকটার ৪৭০ভোট পেয়ে পরাজিত বরণ করে। এ ছাড়াও দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছে মোশারফ হোসেন, কলেজ পদে শিক্ষক শাখায় এম.এম রফিকুল ইসলাম, স্কুল শাখায় ইউনুছ মিঞা, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদেসিমু সবনম নির্বাচিত হয়।
সদ্য অনুষ্ঠিত বন্দর গালর্স স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর। এ ছাড়াও নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানসহ তার সঙ্গীয় র্ফোস ও আনাসার বাহিনী সদস্যরা।
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ১নং প্রতিকে কাজী মিরাজ খালেদ রাসেলকে ২য় স্থানে নির্বাচিত করায় বন্দর গালর্স স্কুলের অভিভাবকদের বিজয়ী শুভেচ্ছা জানিয়েছে বন্দর ৯২ ব্যাচের নেতৃবৃন্দ।