সকাল নারায়ানগঞ্জঃ রোববার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জগামী ট্রেনের ছাদ থেকে পড়ে মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাতে শহরের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে ট্রেনটি পৌঁছলে ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, আমরা খবরটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ কালিরবাজার রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠিয়েছি। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।