ভোক্তার অধিকার আদায়ে ক্রেতা আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানকে সামনে রেখে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক, ছাত্র কল্যান বিভাগ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান। এছাড়া মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ও ভোক্তা কণ্ঠের সম্পাদক কাজী আব্দুল হানান।
ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজহার হোসেন মাজুমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, ক্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান সাদিক শাওন। অতিথি ছাড়াও ক্যাব নারায়ণগঞ্জের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন, ক্যাব নারায়ণগঞ্জের সহসভাপতি অমিতাব চক্রবর্তী, সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক আফরোজা শাহনেওয়াজ বেবী, কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. অজয় কিশোর মদক, প্রচার সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী রাসেল, কার্যকরী সদস্য মো: রফিকুল ইসলাম, হাকিম জয়নুল আবেদীন, জাহাঙ্গীর ইসলাম, কাজী আরিফ মেহেদী সিজান, রাহিমা আক্তার লিজা, জেড এম ইকবাল, মো: সফিকুল ইসলাম, গোলাম মহিউদ্দিন, এসএম রকনুজ্জামান, এস এম বিজয়।
এছাড়া উপস্থিত ছিলেন, ক্যাবের নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক মো: মামুন হোসেন, বন্দর উপজেলা কমিটির সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেটমো: হযরত আলী রিপন, সোনারগাঁও উপজেলা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান ও দিগুবাজার পাইকারী ব্যবসায়ি সমিতির সহসভাপতি রবিউল ইসলাম রনি প্রমুখ।