যারা ৭১ এর ঘাতক। যারা ৭৫ সালের ঘাতক, যারা ১৬ জুন নারায়ণগঞ্জের বোমা হামলাসহ, ২১ আগস্টের বোমা হামলায় মানুষকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। আজ তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে। তাই এই শোকের মাস আগস্টে জননেতা একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশে আমরা অংশ নিচ্ছি।
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় শনিবার (২৭ আগস্ট) দুপুরে এ কথা বলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা বিপ্লব।
এ সময় এক বিশাল মিছিল নিয়ে একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশে অংশ নেন তিনি।
স্লোগান দেন ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। ‘শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে’। ‘শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।
আওয়ামী লীগ নেতা বিপ্লব আরো বলেন, ঘাতক দালালদের বিরুদ্ধে শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেগে উঠেছে। আমরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মিলে সফল করার জন্য চেষ্টা করেছি। এখন অপেক্ষা সারাদেশের জেগে উঠার।
এ সময় আওয়ামী লীগের নেতা বিপ্লব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একেএম শামীম ওসমানের জন্য দোয়া চান।
প্রসঙ্গত, দেশ বিরোধী চক্রান্তকারীদের নিজেদের শক্তির জানান দিতে এই সমাবেশের ডাক দেন একেএম শামীম ওসমান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম ওসমান।